You have reached your daily news limit

Please log in to continue


জন্মদিনে সালমান সম্পর্কে জানা–অজানা তথ্য

আবদুল রশিদ সেলিম সালমান খানের ৫৮তম জন্মদিন আজ। বলিউডের তুমুল জনপ্রিয় তারকা অভিনেতা সালমান খানের জন্মের সময় বিশাল এ নামই রেখেছিলেন তাঁর বাবা সেলিম খান ও মা সুশীলা চরক। প্রিয় তারকা সালমানের অজানা সব হাঁড়ির খবর জানার জন্য আগ্রহের শেষ নেই তাঁর অগণিত ভক্তের। জন্মদিনে সালমান-ভক্তদের জন্য তাঁর সম্পর্কে চমকপ্রদ অজানা কিছু তথ্য।

তুখোড় সাঁতারু
চাইলে সাঁতারু হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারতেন সালমান। স্কুলে পড়ার সময় বহুবার সাঁতার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। ভারতের প্রতিনিধি হিসেবে তিনি দেশের বাইরেও সাঁতার প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। 

সালমানের কুসংস্কার
সব সময় হাতে ফিরোজা রঙের পাথর বসানো ব্রেসলেট পরেন সালমান। বাস্তব জীবনের পাশাপাশি ছবিতে অভিনয়ের সময়ও পারতপক্ষে হাত থেকে ব্রেসলেট খোলেন না তিনি। শুধু সালমানই নন, তাঁর বাবা সেলিম খানও সব সময় একই রকমের ব্রেসলেট পরে থাকেন। এই ব্রেসলেটকে সৌভাগ্যের প্রতীক বলেই মনে করেন তাঁরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন