ভোটের পরও কর্মসূচি রাখতে চায় বিএনপি
                        
                            প্রথম আলো
                        
                        
                        
                         প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৩, ১২:২৪
                        
                    
                সরকারের পদত্যাগ, ‘ডামি’ নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত গড়তে দ্বিতীয় দফায় সারা দেশে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করেছে বিএনপি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই দফার তিন দিনের কর্মসূচি শেষে আবারও একই ধরনের কর্মসূচি দেওয়া হতে পারে। এরপর আগামী রোববার থেকে হরতাল বা অবরোধ কর্মসূচি দেওয়া হবে। এমন কর্মসূচি ৭ জানুয়ারি নির্বাচনের দিন পর্যন্ত চলবে।
বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো বলছে, শুধু নির্বাচনের দিন পর্যন্ত নয়, একতরফাভাবে নির্বাচন হয়ে গেলেও কর্মসূচি চালিয়ে যাওয়ার নীতিগত সিদ্ধান্ত রয়েছে। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তিত না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখতে চায় বিএনপি।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
                        
                            
                            ১ বছর, ৭ মাস আগে
                        
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                