এই প্রথম আরব আমিরাতের তেল রুপিতে কিনল ভারত
প্রথম আলো
প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২৩, ১৮:৪২
এই প্রথম সংযুক্ত আরব আমিরাতের কাছ থেকে নিজস্ব মুদ্রা রুপিতে অপরিশোধিত জ্বালানি তেল কিনল ভারত। এর মধ্য দিয়ে ভারত রুপিকে বৈশ্বিক পর্যায়ে নিয়ে যাওয়ার পথে এক ধাপ এগিয়েছে বলে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে। তবে শুধু আরব আমিরাত নয়, দেশটি অন্যান্য দেশের কাছ থেকেও রুপিতে তেল কেনার চেষ্টা করছে।
ভারতের সরকারি কর্মকর্তারা বলেছেন, রুপির আন্তর্জাতিকীকরণের ক্ষেত্রে তাদের কোনো লক্ষ্য নেই, এটি কেবল একটি প্রক্রিয়া।
ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম জ্বালানি ভোক্তা। চাহিদার ৮৫ ভাগ তেল তারা বিদেশ থেকে আমদানি করে থাকে, তবে দেশটি এ ক্ষেত্রে ত্রিমুখী কৌশল নিয়ে এগোচ্ছে। সেগুলো হলো—সবচেয়ে সস্তা দামে তেল কেনা, আমদানির উৎস বহুমুখীকরণ ও আন্তর্জাতিক মূল্যসীমা ভঙ্গ না করা, অর্থাৎ রাশিয়ার তেলের ক্ষেত্রে পশ্চিমা বিশ্ব যে দাম নির্ধারণ করে দিয়েছে, তা মেনে চলা।