বৃষ্টিবিঘ্নিত মেলবোর্নে প্রথম দিনে চাপে পাকিস্তান
মেলবোর্নে বৃষ্টি যে আসবে, তা আবহাওয়ার পূর্বাভাসে আগেই বলা ছিল। যথারীতি আজ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) অস্ট্রেলিয়া-পাকিস্তান দ্বিতীয় টেস্টের প্রথম দিনে বাগড়াও দিয়েছে বৃষ্টি। বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে পাকিস্তানের ওপর ছড়ি ঘুরিয়েছে অস্ট্রেলিয়া।
টস জিতে এবার ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। ব্যাটিং করতে নামা অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খাজা তার জুতোয় দুই মেয়ের নাম লিখে খেলতে নেমেছেন। বরাবরের মতো খাজা সংস্করণ বুঝে ব্যাটিং করেন মেলবোর্নে দ্বিতীয় টেস্টে। খাজার মতো টেস্ট মেজাজে ব্যাটিং করতে থাকেন ডেভিড ওয়ানডে। যদিও সব সংস্করণে আক্রমণাত্মক ব্যাটিং করা ওয়ার্নারের এক রকম অভ্যাস। ধীরস্থির ব্যাটিংয়ে খাজা-ওয়ার্নার অস্ট্রেলিয়াকে দারুণ শুরু এনে দিয়েছেন। ১৬৩ বলে ৯০ রানের উদ্বোধনী জুটি গড়েন। জুটি গড়ার পথেই আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক হয়ে গেলেন ওয়ার্নার।
- ট্যাগ:
- খেলা
- ক্রিকেট ম্যাচ
- ফিল্ডিং