২৬ বছরে সবচেয়ে উষ্ণ বড়দিন দেখছে যুক্তরাজ্য
যুক্তরাজ্যের বাসিন্দারা গত ২৬ বছরের মধ্যে চলতি বছর সবচেয়ে উষ্ণ বড়দিন উদযাপন করছে। দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার ইংল্যান্ডের হিথ্রো এলাকায় তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
দেশটির অন্যান্য অঞ্চলেও প্রায় একই তাপমাত্রা বিরাজ করছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
আবহাওয়া দপ্তরের রেকর্ড অনুযায়ী, এর আগে ১৯৯৭ সালের বড়দিনে ইংল্যান্ডের তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তারও আগে, ১৯৩১ সালে স্কটল্যান্ডের এবারডিন এবং ব্যানফে ২৫ ডিসেম্বর এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- বড়দিন উদযাপন
- উষ্ণতম দিন