সুযোগ কাজে লাগাতে পারেনি লিভারপুল, আর্সেনাল ও ভিলা
প্রথম আলো
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৩, ১২:১৫
লিভারপুল, আর্সেনাল ও অ্যাস্টন ভিলা—তিন দলই শিরোপার লড়াইয়ে নিজেদের আরও এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ হারিয়েছে। শেফিল্ড ইউনাইটেডের সঙ্গে নিজেদের মাঠে অ্যাস্টন ভিলার ড্রয়ের পরের দিন লিভারপুল-আর্সেনাল ম্যাচও ড্র হয়েছে। আর ক্লাব বিশ্বকাপের ব্যস্ততার কারণে এ সপ্তাহে প্রিমিয়ার লিগের লড়াইয়ে মাঠে নামেনি ম্যানচেস্টার সিটি। এই সুযোগে টটেনহাম নিজেদের মাঠে এভারটনকে হারিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে। শীর্ষ পাঁচ দলের মধ্যে পয়েন্টের ব্যবধান মাত্র ৬!
লা লিগায় রিয়াল মাদ্রিদ যথারীতি শীর্ষে থেকে বড়দিন উদ্যাপন করতে গেছে। রিয়াল বেতিসের সঙ্গে ড্র করা জিরোনা গোল পার্থক্যে পিছিয়ে থেকে আছে দ্বিতীয় স্থানে। আলমেরিয়াকে হারিয়েও বার্সেলোনার অবস্থান চতুর্থ। সিরি ‘আ’তে ইন্টার মিলান, বুন্দেসলিগায় লেভারকুসেন আর ফ্রেঞ্চ লিগ ‘আঁ’তে পিএসজি আছে শীর্ষে।
- ট্যাগ:
- খেলা
- প্রিমিয়ার লিগ
- ক্লাব বিশ্বকাপ