You have reached your daily news limit

Please log in to continue


আওয়ামী লীগের অগ্রাধিকার কর্মসংস্থান সৃষ্টি ও দুর্নীতি দমন

আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের খসড়া তৈরির সঙ্গে জড়িত একাধিক নেতা জানিয়েছেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কর্মসংস্থান সৃষ্টি হবে আওয়ামী লীগের মূল লক্ষ্য।

দলটি আগামী পাঁচ বছরে দেড় কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করতে পারে, যা গত বছরের ডিসেম্বরে আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে গৃহীত ঘোষণায়ও উল্লেখ করা হয়েছিল।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আবদুর রাজ্জাক গত জানুয়ারিতে দ্য ডেইলি স্টারকে বলেছিলেন, দলের পরবর্তী ইশতেহারে প্রধানত ২০২২ সালের ঘোষণায় নির্ধারিত প্রধান লক্ষ্যগুলো একত্রিত করা হবে।

সরকারি তথ্য অনুযায়ী, ২০২২ সালে বেকারত্বের হার ছিল তিন দশমিক ৫৩ শতাংশ। আবারও ক্ষমতায় গেলে আওয়ামী লীগের লক্ষ্য হবে এই হার উল্লেখযোগ্যভাবে কমানো।

কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সরকার কৃষি, শিল্প, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে দেশি-বিদেশি বিনিয়োগ নিশ্চিত করবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন