![](https://media.priyo.com/img/500x/https://cdn.deshrupantor.net/contents/cache/images/1100x617x1/uploads/media/2023/12/25/2aaba11f018f5e22eb75aa02bbe34d18-658892c94d5d4.jpg?jadewits_media_id=12061)
পোলিং কর্মকর্তার প্রশিক্ষণে স্কুলের পরিচ্ছন্নতাকর্মী
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণকারী কর্মকর্তার তালিকায় এক পরিচ্ছন্নতাকর্মীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। চট্টগ্রামের আগ্রাবাদ সরকারি কলোনি বিদ্যালয়ের ওই পরিচ্ছন্নতাকর্মী পোলিং কর্মকর্তা হিসেবে ইতিমধ্যে নির্বাচনী প্রশিক্ষণও নিয়েছেন।
গত বুধবার নগরের মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজে শিক্ষকদের পাশাপাশি নাহিদুলও প্রশিক্ষণ নেন। ওই বিদ্যালয়ের অন্তত ৪০ জন শিক্ষক নির্বাচনী প্রশিক্ষণ নেন।