![](https://media.priyo.com/img/500x/https://tds-images-bn.thedailystar.net/sites/default/files/styles/big_202/public/images/2023/12/25/img-20231225-wa0013.jpg?itok=6k6dPTpo×tamp=1703481207)
ঢাকা-টঙ্গী রুটে মালবাহী ট্রেনের ৫ বগি লাইনচ্যুত
ডেইলি স্টার
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২৩, ১১:২৯
ঢাকা ময়মনসিংহ-টঙ্গী রেলরুটে ঢাকা থেকে ছেড়ে আাসা একটি মালবাহী ট্রেনের পাঁচটি বগি টঙ্গী ব্রিজে ওঠার আগে আব্দুল্লাপুর এলাকায় লাইনচ্যুত হয়েছে।
আজ সোমবার সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) ছোটন শর্মা এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, মালবাহী রেলে মালামাল নষ্ট হতে পারে। ট্রেন লাইনে আছে।
তিনি বলেন, এক কিলোমিটার লাইন বাঁকা হয়ে গেছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- ট্রেন লাইনচ্যুত
- মালবাহী ট্রেন