You have reached your daily news limit

Please log in to continue


২০২৪ সালে দর্শকের আগ্রহে যেসব হলিউড সিনেমা

আগামী বছর হলিউডের বিভিন্ন ধারার জনপ্রিয় ফ্র‍্যাঞ্চাইজিগুলোর নতুন সিনেমা মুক্তি পাবে। ভক্তদের আকাঙ্ক্ষিত বিভিন্ন সিকুয়েল ও থ্রিকুয়েলে বেশ জমজমাট কাটবে পুরো বছর।

এমনকি যেসব সিনেমা এ বছর হলিউডের লেখক-অভিনয়শিল্পীদের যৌথ আন্দোলনের কারণে আলোর মুখ দেখতে পায়নি, সেগুলোও আগামী বছর মুক্তি পেতে যাচ্ছে।

২০২৪ সালে ইংরেজি ভাষার যে সিনেমাগুলো দেখতে পারেন তার একটি সংক্ষিপ্ত তালিকা দেওয়া হলো। বলা বাহুল্য, এ তালিকায় সবগুলো সিনেমার উল্লেখ সম্ভব হয়নি।

ডেডপুল ৩

ডেডপুল সিরিজের তৃতীয় কিস্তিতে রায়ান রেনল্ডস অভিনীত ডেডপুল চরিত্রটিকে এবার দেখা যাবে উলভারিনের সাথে। পাশাপাশি ভক্তদের জন্য উপরি পাওনা হিসেবে থাকবে জেনিফার গার্নার অভিনীত এক্সম্যান ফ্র‍্যাঞ্চাইজির ইলেক্ট্রা চরিত্রটি। এ ছবির মাধ্যমে ডিসি কমিকস আর মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে যুক্ত হচ্ছে। সবকিছু ঠিক থাকলে ২০২৪ এর মে মাসে সিনেমা হলে এটি দেখা যাবে।

ডিউন: পার্ট টু

ডেনিস ভিলেনিউবের অস্কার মনোনয়ন পাওয়া সাড়া জাগানো চলচ্চিত্র ডিউনের দ্বিতীয় পর্ব আসছে ২০২৪ সালে। অভিনয়ে থাকবে টিমোথি শ্যালামে, জেনদায়া, রেবেকা ফার্গুসন, ডেভ বাতিস্তা, হাভিয়ের বার্দেম, স্টেলান স্কার্সগার্ড, অস্টিন বাটলার, ফ্লোরেন্স পাগ, লিয়া সেদুসহ আরও অনেকে। যদিও এবছর সিনেমাটি মুক্তির কথা ছিল, কিন্তু রাইটার্স গিল্ড অব আমেরিকা ও স্যাগ-আফট্রা ধর্মঘটের কারণে সেটি ভেস্তে যায়।

জোকার: ফলি আ ডিউ

২০১৯ সালে জোকার মুক্তি পায়। হোয়াকিন ফিনিক্স অভিনীত সিনেমাটি ব্যাপক সাড়া জাগিয়েছিল, পেয়েছিল বেশ কয়েকটি অস্কার মনোনয়ন। টড ফিলিপসের পরিচালনায় ২০২৪ সালের ৪ অক্টোবর আসছে এ সিরিজের দ্বিতীয় সিনেমা। মিউজিক্যালের ধাঁচে নির্মিত এবারের কিস্তিতে জোকারের পাশাপাশি হার্লি কুইন চরিত্রে দেখা যাবে লেডি গাগাকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন