কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সাপ কি বীণের সুরে নাচে

www.ajkerpatrika.com প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৩, ২১:৪৭

সাপুড়ের ‘বীণের তালে সাপের নাচের’ দৃশ্য বাংলা চলচ্চিত্র সূত্রে মানুষের কাছে খুব পরিচিত। শুধু চলচ্চিত্রই নয়, এক সময় গ্রাম বাংলার মানুষের বিনোদনের অন্যতম এক অনুষঙ্গ ছিল সাপের খেলা। সেখানে দেখা যেত, সাপুড়ের বীণের তালে সাপ ফণা তুলে নাচছে। সাপুড়েরা সেই নাচের সঙ্গে গাইত, ‘খা খা খা বক্ষিলারে খা’ অথবা ‘কি সাপ দংশিলো রে লক্ষিন্দরে...।’ শিল্প-সাহিত্যেও সাপুড়ের বীণ ও সাপের নাচ জায়গা করে নিয়েছে। কিন্তু সাপ কি বীণের তালে আসলেই নাচে? বীণের সুরে কি আকৃষ্ট হয় সাপ? 


সাপুড়ের বীণের সুরের সঙ্গে সাপের নাচের সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর ক্যালিফোর্নিয়া একাডেমি অব সায়েন্সেসের হারপেটোলজি বিভাগের (উভচর এবং সরীসৃপ সংক্রান্ত অধ্যয়ন) চেয়ারম্যান রবার্ট ড্রুয়েস বিজ্ঞানবিষয়ক জার্নাল পপুলার সায়েন্সকে বলেন, সাপুড়ের বীণের সুরের সঙ্গে সাপের নাচের কোনো সম্পর্ক নেই, পুরোটাই সাপুড়ের কৌশল। সাপের কান নেই। তাই সামনে বীণ বাজলেও সাপ শুনতে পায় না। সাপুড়ের নড়াচড়া দেখে আত্মরক্ষার অংশ হিসেবে সাপ দেহ নড়াচড়া করায়। মোট কথা, সাপুড়ে তার দেহ দোলায়, সাপও সেই সঙ্গে দোলে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে