ভারতীয় মেয়েদের ইতিহাস, প্রায় ১০ বছর পর টেস্ট হারল অস্ট্রেলিয়া
ইংল্যান্ডের পর অস্ট্রেলিয়াকেও টেস্টে হারিয়ে দিল ভারতীয় মেয়েরা। আর তাতে নতুন ইতিহাসও লেখা হলো ভারতের মেয়েদের ক্রিকেটে। অস্ট্রেলিয়ার বিপক্ষে মেয়েদের টেস্ট ক্রিকেটে এটিই ভারতের প্রথম জয়, যে জয় এসেছে ৪৬ বছর ও ১১ বারের চেষ্টায়।
গত সপ্তাহে মুম্বাইয়ের ডি ওয়াই পাতিল স্পোর্টস একাডেমিতে ইংল্যান্ডকে ৩৪৭ রানে হারিয়ে দেয় ভারত নারী দল। ভারতীয়রা আজ অস্ট্রেলিয়াকেও হারিয়েছে সেই মুম্বাইয়েরই আরেক ভেন্যু ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ৮ উইকেটে জিতে ২০১৪ সালে পর অস্ট্রেলিয়ার মেয়েদের প্রথম টেস্ট হারের তেতো স্বাদ দিয়েছে ভারত।
দ্বিতীয় ইনিংসে ৫৫ রান তুলতেই শেষ ৭ উইকেট হারানো অস্ট্রেলিয়া আজ ম্যাচের চতুর্থ দিনে ভারতকে দিতে পেরেছিল ৭৫ রানের লক্ষ্য। রান তাড়ায় প্রথম ওভারেই শেফালি বর্মাকে (৪) হারালেও সহজেই পথটা পাড়ি দিকে পেরেছে ভারত। ভারতীয়রা দ্বিতীয় উইকেটটি হারায় ৫৫ রানে। অ্যাশলি গার্ডনার ফিরিয়ে দেন রিচা ঘোষকে (১৩)।