You have reached your daily news limit

Please log in to continue


ভোটার উপস্থিতির চ্যালেঞ্জ এবং একটি সমীক্ষা

উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের আকাঙ্ক্ষা নিয়ে দ্বাদশ সংসদকে গ্রহণযোগ্য করার প্রচেষ্টায় আত্মনিয়োগ করেছে নির্বাচন কমিশন। ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার প্রায় ১২ কোটি। এর মধ্যে ৬ কোটি ৭ লাখ, ৭১ হাজার ৫৭৯ পুরুষ এবং ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ নারী ভোটার। এছাড়া রয়েছে তৃতীয় লিঙ্গের ভোটার। এর মধ্যে ২০ শতাংশ প্রথমবারের মতো ভোটার হয়েছে। অর্থাৎ বৃহৎ অংশ তরুণ ভোটার, যাদের ভোট দেওয়ার সুযোগ এসেছে প্রথমবারের মতো।

এই বৃহৎ সংখ্যক তরুণ ভোটার যারা গত ১৫ বছর আওয়ামী লীগের শাসনামলে বেড়ে উঠেছে, তাদের ভোটকেন্দ্রে নিয়ে আসা একটা চ্যালেঞ্জ হিসেবে গণ্য হচ্ছে। এছাড়া আওয়ামী লীগের সমর্থকগোষ্ঠীকে কেন্দ্রে নিয়ে আসা কিংবা কোনো একটি নির্দিষ্ট দলের সমর্থক না হলেও তাদের ভোট দিতে উৎসাহিত করা কাজ খুবই গুরুত্ব দেওয়া হচ্ছে। এদিকে ভোটার উপস্থিতি নিয়ে তৎপরতা চালাচ্ছে ক্ষমতাসীন দল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন