রাশিয়ার ৩ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইউক্রেইনের
ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণাঞ্চলীয় যুদ্ধক্ষেত্রে তাদের বাহিনীগুলো রাশিয়ার তিনটি এসইউ-৩৪ যুদ্ধ-বোমারু বিমান গুলি করে ভূপাতিত করেছে।
শুক্রবারের এ ঘটনাকে ২২ মাস ধরে চলা যুদ্ধের অন্যতম সাফল্য বলে দাবি করেছেন তারা।
রাশিয়ার সামরিক বাহিনী এ ঘটনার কোনো উল্লেখ করেনি। কিন্তু দেশটির ব্লগাররা এ ক্ষতির কথা স্বীকার করেছেন বলে রয়টার্স জানিয়েছে।
বিশ্লেষকদের ধারণা, যুক্তরাষ্ট্রের দেওয়া প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সম্ভবত এ সাফল্য এসেছে।
কিন্তু রয়টার্স এসব প্রতিবেদনের কোনোটির সত্যাসত্য স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি।
ইউক্রেইনের বিমান বাহিনীর কমান্ডার মাইকোলা ওলেশ্চুক টেলিগ্রাম অ্যাপে বলেছেন, “আজ (শুক্রবার) দুপুরে দক্ষিণাঞ্চলীয় যুদ্ধক্ষেত্রে রাশিয়ার তিনটি এসইউ-৩৪ যুদ্ধ-বোমারু বিমান ছেঁটে দেওয়া হয়েছে!”