তেইশেও বিপর্যস্ত ডেঙ্গুতে, হুঁশ ফিরবে কি চব্বিশে?
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৩, ১৪:২৬
করোনাভাইরাসের পাশাপাশি ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যু নিয়ে খুবই আলোচিত ছিল ২০২২ সাল। সে বছর টিকার সাফল্যে করোনা থেকে স্বস্তি ফিরলেও ডেঙ্গুতে অনেকটা নাজেহাল ছিল স্বাস্থ্য খাত। ২০২৩ সালে করোনামুক্ত নতুন বিশ্বে এসে ডেঙ্গু মোকাবিলা করাই ছিল স্বাস্থ্য বিভাগের অন্যতম লক্ষ্য। সেই লক্ষ্য বাস্তবায়ন হয়নি। ফলে এবারও ডেঙ্গুতে বিপর্যস্ত হতে হয়েছে মানুষকে।
বিদায়ী বছরে বারবার গণমাধ্যমের শিরোনাম হয়েছে ডেঙ্গুতে মানুষের উদ্বেগ-উৎকণ্ঠা, ডাব-স্যালাইনের সিন্ডিকেট, রোগীদের ‘জিম্মি’ করে ওষুধপত্রের দাম বৃদ্ধিসহ নানা বিষয়। জানুয়ারি থেকে ডিসেম্বর– এক বছরে স্বাস্থ্য খাতে আলোচিত-সমালোচিত কিছু ঘটনা ফিরে দেখার চেষ্টা করেছে ঢাকা পোস্ট।