জাতিসংঘের ‌‘গাজা প্রস্তাব’ যুদ্ধক্ষেত্রে কোনো পরিবর্তন আনতে পারবে?

সমকাল গাজা প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৩, ১৪:২৪

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া গাজা প্রস্তাব চলমান ইসরায়েলি হামলা বন্ধ করতে পারবে না এবং এমনকি প্রস্তাবটি সেজন্য পাস করা হয়নি। এতে শুধু বলা হয়েছে, টেকসই যুদ্ধবিরতির জন্য যুতসই ‘পরিস্থিতি’ তৈরিতে ‘আশু পদক্ষেপ’ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এটি খোলাসা কোনো আহ্বান নয়, এসব কথার ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দেওয়া যেতে পারে। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।


অন্যদিকে ইসরায়েল মনে করছে, হামাসকে নিশ্চিহ্ন করতে তারা যা যা করার করছে। মানবিক সাহায্য সামগ্রীর কী হবে তা-ও নানাকিছুর ওপর নির্ভর করছে। তবে জাতিসংঘ গাজায় সহযোগিতা কার্যক্রম জোরদার করতে একজন সমন্বয়কারী নিয়োগ করবে। আর প্রস্তাবে বলা হয়েছে, ইসরায়েলসহ সব পক্ষ যেন প্রস্তাবের ‘দাবিগুলো’ বাস্তবায়নে সর্বোচ্চ সহযোগিতা করে। কিন্তু ইসরায়েলের সাম্প্রতিক কর্মকাণ্ড মোটেই ইতিবাচক নয়।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও