মুক্তির চার দশক পর টপচার্টের শীর্ষে 'লাস্ট ক্রিসমাস'
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৩, ১৩:২৭
বড়দিনের আগ দিয়ে উৎসবের আমেজে মানুষ বহু কিছুই করে। ২০১৫ সালে বড়দিনে অস্ট্রিয়ার একজন রেডিও জকি রেডিওতে একটি গান বাজিয়েছিলেন। গানটি একবার, দুবার বা তিনবার নয়, বেজেছিল টানা ২৪ বার! আর সেই গানটি হল 'লাস্ট ক্রিসমাস'।
আর এবার বড়দিনের আগে যুক্তরাজ্যের টপচার্টের ঠিক চূড়ায় বসে আছে প্রায় চার দশক আগে মুক্তি পাওয়া এই গানটি।
১৯৮৪ সালে মুক্তি পায় 'লাস্ট ক্রিসমাস', যা গেয়েছিলেন আশি-নব্বই দশকে গানের দুনিয়া কাপাঁনো শিল্পী জর্জ মাইকেল। লিরিকও লিখেছিলেন তিনিই।
এই গানেরও আগে সংগীতের এই বরপুত্র তার স্কুলের বন্ধু অ্যান্ড্রু রিজলের সঙ্গে ১৯৮১ সালে গড়ে তোলেন গানের দল 'হোয়াম'। এই 'হোয়াম' থেকেই 'লাস্ট ক্রিসমাস' গেয়ে মাত করে দেন মাইকেল।
- ট্যাগ:
- বিনোদন
- গান
- ক্রিসমাস ডে