![](https://media.priyo.com/img/500x/https://cdn.ajkerpatrica.net/contents/cache/images/720x0x1/uploads/media/2023/12/22/2459a534ebbeed5edfee7f7ff0b1e20c-658568c91cf98.jpg)
দক্ষিণ আফ্রিকা থেকে হঠাৎ দেশে ফিরলেন কোহলি
www.ajkerpatrika.com
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৩, ১৬:৫৫
সঞ্জু স্যামসনের ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির সৌজন্যে গতকাল ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে ভারত। সীমিত ওভারের সিরিজ জয়ের আনন্দ নিয়েই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবার টেস্ট সিরিজ খেলতে নামবে সর্বশেষ বিশ্বকাপের রানার্সআপরা।
প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে মাঠে ফেরার কথা বিরাট কোহলির। বিশ্বকাপ শেষে ভারতের হয়ে এখনো কোনো ম্যাচে খেলতে নামেননি তিনি। সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকাতেও গিয়েছিলেন ‘রান মেশিন’ খ্যাত ব্যাটার। কিন্তু হঠাৎ করে আজ দেশে ফিরেছেন ঘরের মাঠের বিশ্বকাপের সেরা খেলোয়াড়।