সরকারের পদত্যাগই সংকটের সমাধান: ১২-দলীয় জোট
বিএনপিসহ বিরোধী দলগুলোর ডাকে ভোট বর্জন এবং অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরিতে রাজধানীতে লিফলেট বিতরণ করেছে ১২-দলীয় জোট।
শুক্রবার সকালে দৈনিক বাংলার মোড়, কালভার্ট রোড ও ফকিরাপুল এলাকায় লিফলেট বিতরণ করেন জোটের নেতারা।
এ সময় তারা বলেন, আগামী ৭ জানুয়ারি দেশে একটি ডামি, একতরফা প্রহসনের নির্বাচনের আয়োজন চলছে। এই নির্বাচন হলে দেশ গভীর সংকটে পড়তে পারে। বিশ্বের কাছে বাংলাদেশ হারাতে পারে তৈরি পোশাকসহ রপ্তানির বড় বাজার এবং সংকট সৃষ্টি হতে পারে অর্থনীতিতে। এতে করে বাংলাদেশ মহাবিপদের দিকে ধাবিত হবে। তাই ৭ জানুয়ারি নির্বাচন নয়, এই নির্বাচন হতে দেওয়া যাবে না। শেখ হাসিনার পদত্যাগই এই সংকটের সমাধান।
জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি নওয়াব আলী আব্বাস খান বলেন, এই সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা পাতানো নির্বাচনের খেলায় সারা দেশকে অবরুদ্ধ করে রেখেছে। আগামী ৭ তারিখ জনগণ এই প্রহসন মার্কা নির্বাচনকে প্রতিহত করবে।