প্রযুক্তি খাতে যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য বিরোধ বৃদ্ধির শঙ্কা
ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে প্রযুক্তি খাতে বাণিজ্য বিরোধ চলছে। এর মধ্যে চীনের অধিকাংশ নন-টেক (প্রযুক্তি খাতবহির্ভূত) কোম্পানি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উন্নয়নে এনভিডিয়ার কাছ থেকে গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) সংগ্রহে কাজ করছে। এতে দুই দেশের মধ্যে চলমান বিরোধ আরো বাড়বে বলে অাশঙ্কা করছেন প্রযুক্তিবিদ ও সংশ্লিষ্টরা। খবর গিজমোচায়না।
শেনজেনের তালিকাভুক্ত ডিজাইন কোম্পানি এলঅ্যান্ডএ উল্লেখযোগ্য একটি বিনিয়োগ প্রকল্পের বিষয়ে জানিয়েছে। উচ্চক্ষমতাসম্পন্ন জিপিইউসহ এনভিডিয়ার ১২৮টি ইউনিট ক্রয়ে কোম্পানিটি ভর্তুকির মাধ্যমে ৪৩ কোটি ৫০ লাখ ইউয়ান (৬ কোটি ৫ লাখ ডলার) ব্যয় করবে। এ বিনিয়োগের মাধ্যমে কোম্পানিটি এআই সক্ষমতা বাড়ানোর পাশাপাশি যুক্তরাষ্ট্র-চীন বিরোধের কারণে উদ্ভূত সমস্যা থেকে উত্তরণের চেষ্টা চালাচ্ছে। শেনজেন রুনঝিন সাপ্লাই চেইনের সহায়তায় দুই ধাপে এ অধিগ্রহণ সম্পন্ন হবে বলে জানা গেছে। প্রথম ধাপে এ বছর ৬৪টি সার্ভার এবং ২০২৪-এর শেষে বাকিগুলো কেনা হবে।