কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ফেলনা কফির বর্জ্য দিয়ে তৈরি হচ্ছে চেয়ার

প্রথম আলো প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৩, ১২:৪৬

সবকিছুতেই যেন এখন টেকসই না হলে চলছে না। আসবাবপত্র শিল্পে টেকসই প্রযুক্তির ব্যবহার নিয়ে বিশ্বের নানা প্রান্তে নানা কাজ দেখা যাচ্ছে। তবে এবারে এক অদ্ভুত উপকরণের খোঁজ মিলেছে। এসব উপকরণের মধ্যে আছে ফেলে দেওয়া কফির গুঁড়াও। কফি ও কাঠের গুঁড়া মিশিয়ে চেয়ারও তৈরি করা হয়েছে।


গবেষক ও উদ্যোক্তা সেলিন স্যান্ডবার্গ আসবাবপত্রের জন্য সামুদ্রিক শৈবাল ব্যবহার করার কৌশল উদ্ভাবন করেছেন। চূর্ণ ঝিনুকের খোসা থেকে শুরু করে কৃষির বর্জ্য সেলিন স্যান্ডবার্গ আসবাবপত্রের যন্ত্রাংশ তৈরির জন্য ব্যবহারে সাফল্য পেয়েছেন। সাধারণভাবে মূল্যহীন এমন সব বস্তুকে আসবাবের উপাদান হিসেবে ব্যবহারের পরীক্ষা করেছেন তিনি। আসবাবপত্র তৈরিতে পলিউরেথেন নামে পরিচিত প্লাস্টিকের পলিমারের ব্যবহার কমানোর জন্য কাজ করছেন তিনি। বালিশ, সোফা ও চেয়ারের কুশন তৈরির জন্য পরিবেশবান্ধব উপাদানের সন্ধান করছেন এই বিজ্ঞানী। নরওয়েতে এ কারণে তিনি অসলো-ভিত্তিক অ্যাগ্রোপিন নামের একটি উদ্যোগ চালু করেছেন। ঝিনুকের খোলস ব্যবহার করেও নানা পরীক্ষা করেন তিনি। খোলসের গুঁড়া দিয়ে কুশনের ফোম তৈরিতে সাফল্য পেয়েছেন তাঁরা। এ ছাড়াও কৃষির বর্জ্য ও কাঠের ফাইবার দিয়ে বিকল্প উপায়ে আসবাব বানানোর পরীক্ষা করছেন তাঁরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও