You have reached your daily news limit

Please log in to continue


কক্সবাজারে ঠাণ্ডাজনিত রোগী বাড়ছে

শীতের প্রকোপের সঙ্গে কক্সবাজারে বাড়ছে ঠাণ্ডাজনিত রোগে আক্রান্তের সংখ্যা। সর্দি, কাশি, জ্বর ও শ্বাসকষ্টের মতো নানা সমস্যা নিয়ে বিভিন্ন হাসপাতালের বহির্বিভাগ ও চিকিৎসকদের চেম্বারে ভিড় করছে রোগীরা। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের ক্ষেত্রে ঠাণ্ডাজনিত রোগের প্রভাব বেশি দেখা দিয়েছে। মৌসুমি এসব রোগে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। 

কক্সবাজার জেলা সদর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা গেছে, সেখানে জ্বর, হাঁপানি, ডায়রিয়া ও নিউমোনিয়ার চিকিৎসা নিচ্ছে শতাধিক রোগী। কর্তব্যরত নার্সরা জানান, শীতের শুরু থেকে প্রতিদিনই ঠাণ্ডাজনিত নানা রোগে আক্রান্ত ৩০-৪০ শিশুকে হাসপাতালে ভর্তি করা হচ্ছে। 

সদর হাসপাতাল ছাড়াও জেলার অন্য হাসপাতালগুলোয়ও রোগীর চাপ বেড়েছে। তবে স্বল্প আয়ের মানুষের জন্য সরকারি হাসপাতালই ভরসা, যদিও সেখানে নানা সীমাবদ্ধতা রয়েছে। ওয়ার্ডে নির্দিষ্ট শয্যার তুলনায় রোগীর সংখ্যা অনেক বেশি হওয়ায় এক শয্যায় দুজন করে থাকতে হচ্ছে। ৪০ জনের ধারণক্ষমতার শিশু ওয়ার্ডে মোট রোগীর সংখ্যা ৭৬। স্থানীয়দের পাশাপাশি রোহিঙ্গা শরণার্থীরা এখানে চিকিৎসা নিতে আসছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন