কার কথায় নিজের ভাগ্য ফেরালেন রানি?
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৩, ১১:৩৮
বিয়ে আর বাচ্চা জন্মানোর পর অনেক নায়িকায় নিজেকে রুপালি পর্দা থেকে সরিয়ে নিয়েছেন। এই তালিকায় নাম রয়েছে কাজল, কারিশ্মা কাপুরের মতো অভিনেত্রীদেরও। এমনকি মেয়ে আদিরার জন্মের পর এমন চিন্তা এসেছিল রানি মুখোপাধ্যায়ের মাথাতেও। আর সেই সময়, আদিত্য চোপড়াই অভিনেত্রী বউকে বুঝিয়ে ফিরিয়েছিলেন কাজে।
নিজের সদ্য মুক্তি পাওয়া সিনেমা ‘মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে’ প্রসঙ্গে এমনটা জানান রানি।
রানি বলেন, মেয়ের জন্মের পর তাকে দেখভাল এবং সময় কাটানোতে এতটাই ঢুকে গিয়েছিলাম যে সিনেমায় ফেরার কথা যেন আর ভাবতেও পারছিলাম না। সেই সময় আদিত্যই তাকে পথ দেখান। রানিকে মনে করিয়ে দেন তার পরিচয়, ভারতীয় সিনেমায় তার ভূমিকা, তার অগণতি ভক্তের কথা। আর এসবের পরে রানিও বুঝতে পারেন মাতৃত্ব আর কাজের মধ্যে ব্যালেন্স তৈরি করা কতটা দরকার। আর সেই সময়ই হ্যা বলেন ‘হিচকি’র অফারে।