![](https://media.priyo.com/img/500x/https://media.assettype.com/bdnews24%2F2023-12%2F1801fd95-4eca-474c-891d-07bc0dd36518%2Fchanchal_chowdhury_211223_01.jpg?rect=0%2C0%2C1024%2C576&auto=format%2Ccompress&fmt=webp)
‘রাঢ়াঙ’ নিয়ে কলকাতার মঞ্চে এক দশক পর চঞ্চল
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৩, ১৫:৪৩
বাংলাদেশের 'আরণ্যক' নাট্যদলের সাড়া জাগানো নাটক ‘রাঢ়াঙ’ প্রদর্শিত হতে যাচ্ছে কলকাতায়। আর এই নাটকের মধ্য দিয়ে অভিনেতা চঞ্চল চৌধুরীকে কলকাতার মঞ্চে দেখা যাবে দীর্ঘ এক দশক পর।
আরণ্যকের ফেইসবুক পেইজে বলা হয়েছে, কলকাতায় ‘রাঢ়াঙ’ এর তিনটি শো হবে 'তপন থিয়েটারে'। আগামী শুক্র থেকে রোববার পর্যন্ত টানা তিনদিন চলবে ‘রাঢ়াঙ’ এর প্রদর্শনী।
নাটকে অন্যতম দুই চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী ও আ খ ম হাসান।