You have reached your daily news limit

Please log in to continue


মাইক্রোসফটের কো-পাইলট কি মিথ্যা তথ্য ছড়াচ্ছে?

বিশ্বে জেনারেটিভ এআইয়ের (চ্যাটবট) জনপ্রিয়তার শুরু চ্যাটজিপিটি থেকে। অনেকে এখন গুগলের পরিবর্তে চ্যাটজিপিটি এবং বার্ডের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি বেছে নিচ্ছেন প্রশ্ন করার বা তথ্য খোঁজার জন্য। কিন্তু এআই প্রোগ্রাম থেকে পাওয়া তথ্য কতটা সঠিক, তা নিয়ে প্রশ্ন থেকে যায়। সম্প্রতি মাইক্রোসফটের চ্যাটবট কো-পাইলটের (আগে বিং চ্যাট নাম ছিল) বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, একাধিক দেশের নির্বাচন নিয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছে এটি।

কো-পাইলটের মতো এআইগুলো কতটা সঠিক, তা নিয়ে সম্প্রতি গবেষণা করেছে দুটি অলাভজনক প্রতিষ্ঠান। দেখা গেছে, বিভিন্ন দেশের নির্বাচনের বিষয়ে প্রতি তিনটি প্রশ্নের একটিতেই ভুল উত্তর দিয়ে বসে আছে চ্যাটবটগুলো। শুধু তা-ই নয়, কিছু বিষয়ে সম্পূর্ণ বানিয়ে উত্তর দিয়েছে মাইক্রোসফটের কো-পাইলট।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন