![](https://media.priyo.com/img/500x/https://cdn.ajkerpatrica.net/contents/cache/images/720x0x1/uploads/media/2023/12/21/51568dabdf45f20a5b3bf8a054d4634a-6583ca577258d.jpg)
রাশিয়ার হৃৎপিণ্ডে তীক্ষ্ণ সুই ঢুকিয়ে দেওয়া হবে: ইউক্রেনীয় গোয়েন্দাপ্রধান
www.ajkerpatrika.com
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৩, ১৩:৪৯
রাশিয়ার অভ্যন্তরে ব্যাপক অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনা করেছে ইউক্রেনের গোয়েন্দারা। তাদের লক্ষ্য ইউক্রেন চলমান যুদ্ধ রাশিয়ার অভ্যন্তরে, সম্ভব হলে ক্রেমলিনের একেবারে দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। রাশিয়াকে এমন আঘাত হানা হবে যাতে তারা, অনুভব করতে পারে যে—তাদের হৃৎপিণ্ডে তীক্ষ্ণ সুই ঢুকিয়ে দেওয়া হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোকে দেওয়া এক লিখিত সাক্ষাৎকারে ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ-এর প্রধান মেজর জেনারেল ভাসিলি মালিয়ুক এই হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, ‘আমরা তো আমাদের পরিকল্পনা ফাঁস করতে পারি না। তবে আমাদের পরিকল্পনা শত্রুদের হতবাক করে দেবে।’