কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


খুররমের সিরিজ শেষ, পাকিস্তান দলে চোটের মিছিল

চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে বাকি দুই ম্যাচ থেকে ছিটকে পড়েছেন পাকিস্তানের পেসার খুররম শাহজাদ। পার্থে অভিষেক টেস্টে পাঁজর ও তলপেটে চোট পান খুররম। পার্থে ৩৬০ রানের হারে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে পাকিস্তান। ২৬ ডিসেম্বর মেলবোর্নে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।

পার্থে বোলিংয়ের সময় পাঁজরের বাঁ পাশে ব্যথা অনুভব করেন খুররম। ২৪ বছর বয়সী এ পেসারকে তখন স্ক্যান করানোর পর জানা যায়, বাঁ পাশের পাঁজরের হাড়ে চোট পেয়েছেন। মেলবোর্ন টেস্টের পর ৩ জানুয়ারি শুরু হতে যাওয়া সিডনি টেস্টেও খেলতে পারবেন না খুররম। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিবৃতিতে বলা হয়, ‘পিসিবি অস্ট্রেলিয়ায় বিশেষজ্ঞের সঙ্গে কথা বলার পর খেলোয়াড়ের ব্যবস্থাপনার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি এরপর লাহোরে জাতীয় ক্রিকেট একাডেমিতে ফিরে যাবেন এবং সেখানে চোট থেকে সেরে ওঠার পুনর্বাসনপ্রক্রিয়া শুরু করবেন।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন