![](https://media.priyo.com/img/500x/https://cdn.deshrupantor.net/contents/cache/images/900x505x1/uploads/media/2023/12/20/f15396ff43431d6a838d9ceae446131e-6582d2b00afea.jpg?jadewits_media_id=11191)
লিভ ইন সঙ্গীকে কুপিয়ে স্ত্রীর সঙ্গে সংসার!
অফিসে যাতায়াতের সূত্র ধরে তরুণীর সঙ্গে পরিচয় বাবু হালদারের। পরিচয় ক্রমেই প্রেমে গড়ায়। এরপর স্ত্রীকে লুকিয়ে তরুণীর সঙ্গে থাকতে শুরু করেন বাবু। সুখেই ছিলেন দুজন। কিন্তু লিভ ইন সম্পর্কে কোনো কারণে দুজনের মধ্যে কলহ শুরু হয়।
একপর্যায়ে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন তরুণী। বিষয়টি মানতে না পেরে তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যান বাবু। তবে প্রতিবেশী এগিয়ে আসায় কোনোক্রমে বেঁচে যায় তরুণীর প্রাণ।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- পারিবারিক কলহ
- কলহ