হোয়াটসঅ্যাপ ওয়েবে চ্যাট ফিল্টার করা যাবে
প্রথম আলো
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৩, ১৬:১৬
হোয়াটসঅ্যাপের ওয়েব সংস্করণে অর্থাৎ কম্পিউটার থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করলে চ্যাট ফিল্টার করা যাবে। নতুন এ সুবিধা সব ব্যবহারকারীর জন্য ধারাবাহিকভাবে উন্মুক্ত করছে মেটার মালিকানাধীন অ্যাপ্লিকেশনটি। এর ফলে বিভিন্ন ব্যক্তির সঙ্গে হোয়াটসঅ্যাপে করা চ্যাট বিষয় ও ধরন অনুযায়ী সহজেই আলাদা করতে পারবেন। হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডব্লিউ আ বেটা ইনফো এ তথ্য জানিয়েছে।
ডব্লিউ আ বেটা ইনফোর তথ্য অনুসারে, হোয়াটসঅ্যাপে নতুন একটি সুবিধা যুক্ত হয়েছে। এ সুবিধার ফলে হোয়াটসঅ্যাপ চ্যাটে থাকা ফিল্টার অপশন ব্যবহার করে ব্যবহারকারীরা বিভিন্ন চ্যাট আলাদা করতে পারবেন। এখন বেটা সংস্করণের ব্যবহারকারীরা সুবিধাটি পরখ করতে পারছেন। পরবর্তী সময়ে অন্য সব ব্যবহারকারীর জন্যও সুবিধাটি চালু করা হবে। হোয়াটসঅ্যাপের ওয়েব সংস্করণে এ সুবিধা ব্যবহার করা যাবে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৮ মাস আগে
৮ মাস, ১ সপ্তাহ আগে