চীনে গত রাতের ভূমিকম্পে এত ক্ষয়ক্ষতি কেন
চীনে গত ১৩ বছরের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প হয়েছে গতকাল সোমবার দিবাগত রাতে।শতাধিক মানুষের প্রাণহানির পাশাপাশি এই ভূমিকম্পে অনেক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাটসহ বিভিন্ন অবকাঠামো।
স্থানীয় সময় গতকাল রাত ১১টা ৫৯ মিনিটে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় পাহাড়ি গানসু প্রদেশের জিশিশান কাউন্টিতে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পে প্রতিবেশী কিংহাই প্রদেশও কেঁপে ওঠে।
ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ২। গভীরতা ১০ কিলোমিটার। ভূমিকম্পে নিহত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১১৮। আহত কয়েক শ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
ভূমিকম্পে সবচেয়ে ক্ষয়ক্ষতি হয়েছে গানসু প্রদেশে। প্রদেশটির জিশিশান কাউন্টির কর্মকর্তারা জানিয়েছেন, এলাকাটির পাঁচ হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া রাস্তাঘাট, বিদ্যুৎ-পানি সরবরাহব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- ভূমিকম্প
- ক্ষয়ক্ষতি