এবার বিশ্বকাপ ক্যাম্পে নামছে এশিয়ান চ্যাম্পিয়নরা

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৩, ১৬:২৫

মাত্র কয়েকদিন আগেই সফল এশিয়া কাপ মিশন শেষ করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এমন অর্জনের পরও যুব ক্রিকেটারদের বিশ্রামের ফুরসত নেই। তাদের সামনে এবার আরও বড় পরীক্ষা। আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। যাকে সামনে রেখে বাংলাদেশের যুবারা ১ জানুয়ারি থেকে বিশ্বকাপের ক্যাম্প শুরু করবে। তার আগে তাদের দেখা যাবে ঘরোয়া টুর্নামেন্ট বিসিএলে।


বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভলপমেন্ট বিভাগ জানিয়েছে— বিশ্বকাপের আগে ক্রিকেটাররা যাতে খেলার মধ্যে থাকেন, এজন্য বিসিএল খেলানো হবে। বিসিএলের পরই ১ জানুয়ারি থেকে শুরু হবে যুব বিশ্বকাপের ক্যাম্প। 


গেম ডেভলপমেন্ট বিভাগ আরও জানায়, ‘আমরা চাচ্ছি ক্রিকেটাররা যাতে রিদমে থাকে। যেহেতু বিশ্বকাপের আর বেশি দেরি নেই, এজন্য কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমত বিসিএলের ওয়ানডে সংস্করণ খেলবে তারা। এরপর ১ জানুয়ারি থেকে বিশ্বকাপের ক্যাম্প শুরু হবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও