নৌকা পেয়েও কঠিন লড়াইয়ে ইনু-মেনন-মঞ্জুরা
আওয়ামী লীগের কাছ থেকে ছাড় পেয়ে নৌকা নিয়ে ভোটের লড়াইয়ে নামতে যাওয়া রাশেদ খান মেনন, হাসানুল হক ইনুরা নিজেদের নির্বাচনি এলাকায় খুব সুখকর অবস্থানে নেই।
শরিকদের যে ছয়টি আসন ছাড়া হয়েছে, তার মধ্যে পাঁচটিতে স্বতন্ত্র প্রার্থী হওয়া আওয়ামী লীগ নেতারা জোটের প্রার্থীদের চ্যালেঞ্জ করতে যাচ্ছেন।
স্থানীয় আওয়ামী লীগের সমর্থন বেশিরভাগ ক্ষেত্রেই এই স্বতন্ত্র প্রার্থীর প্রতি। সে কারণে নৌকার সঙ্গে প্রতিদ্বন্দিতা থেকে রেহাই মিললেও কোথাও জাসদ বনাম আওয়ামী লীগ, কোথাও ওয়ার্কার্স পার্টি বনাম আওয়ামী লীগ, কোথাও জেপি বনাম আওয়ামী লীগের লড়াইয়ের ক্ষেত্র প্রস্তুত হয়েছে।
২০০৮ সালের জাতীয় নির্বাচন থেকে আওয়ামী লীগের সঙ্গে জোট করার পর এই প্রথম শরিকরা এমন প্রতিদ্বন্দ্বিতায় পড়ল।
শরিক দলের নেতাদেরকে আওয়ামী লীগ যেসব আসনে ছাড় দিয়েছে, তাদের মধ্যে পিরোজপুর-২ আসনে একক শক্তিতে আনোয়ার হোসেন মঞ্জুই কেবল বারবার জিতে আসতে পেরেছেন। তবে নির্বাচনি আসন পুনর্গঠিত হওয়ায় তিনি এবার পড়েছেন কঠিন চ্যালেঞ্জে।