প্রতীক পেয়ে নির্বাচনী প্রচার শুরু, আচরণবিধি লঙ্ঘনে জেল-জরিমানা
www.ajkerpatrika.com
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৩, ০৮:০৬
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক পেয়ে আজ সোমবার (১৮ ডিসেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারে নেমে পড়েছেন প্রার্থীরা। আগামী ৭ জানুয়ারি ভোটের দিনের দুই দিন আগ পর্যন্ত অর্থাৎ ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত প্রচার চালানো যাবে।
এবারের নির্বাচনে ২৭টি দল ও স্বতন্ত্র প্রার্থী নিয়ে এক হাজার ৮৯৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনী প্রচারের সময় রাজনৈতিক দল ও প্রার্থীদের বেশকিছু বিষয় মেনে চলতে হবে। কোনো প্রার্থী বা তার কোনো সমর্থক নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত নির্দেশনা না মানলে অনধিক ৬ মাসের জেল (কারাদণ্ড) বা অনধিক ৫০ হাজার টাকা জরিমানা হবে অথবা উভয় দণ্ড হতে পারে।