![](https://media.priyo.com/img/500x/https://media.assettype.com/bdnews24%2F2023-12%2F55ccc551-03bb-40e5-bd3f-daa41cd642d4%2Fabdus_salam_141223_01.jpg?auto=format%2Ccompress&fmt=webp&format=webp&dpr=1.0&q=70&w=640)
আদালতে গিয়ে প্রার্থিতা ফিরে পেলেন নৌকার সালাম
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৩, ১৮:৪৩
নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে হাই কোর্টে গিয়ে দ্বাদশ সংসদ নির্বাচনের প্রার্থিতা ফিরিয়ে পেয়েছেন ময়মনসিংহ-৯ আসনে আওয়ামী লীগের প্রার্থী আব্দুস সালাম।
তার করা রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর বেঞ্চ সোমবার নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বাতিল করে দেয়।
সালামের পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট প্রবীর নিয়োগী। হাই কোর্টের এ সিদ্ধান্তের ফলে আওয়ামী লীগের বাদ পড়া প্রার্থীর সংখ্যা একজন কমল।