ইরাকে এক দশকের মধ্যে প্রথম প্রাদেশিক পরিষদ নির্বাচন

প্রথম আলো ইরাক প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৩, ১৭:০৭

ইরাকে আজ সোমবার প্রাদেশিক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এক দশকের মধ্যে এই প্রথম দেশটিতে প্রাদেশিক পরিষদ নির্বাচন হচ্ছে।


প্রাদেশিক পরিষদের এই নির্বাচন ইরাকের ইরানপন্থী শিয়া গোষ্ঠীগুলোকে শক্তিশালী করবে বলে ধারণা করা হচ্ছে।


তেলসমৃদ্ধ দেশ ইরাকের জনগণের মধ্যে নানা বিষয়ে ব্যাপক হতাশা-ক্ষোভ আছে। আছে দুর্নীতির ব্যাপক বিস্তার। এর মধ্যেই দেশটির ভোটাররা প্রাদেশিক পরিষদের নির্বাচনে ভোট দিচ্ছেন।


ইরাকের ১৮টির মধ্যে ১৫টি প্রাদেশিক পরিষদে আজ ভোট হচ্ছে। বাকি তিনটিতে ভোট হচ্ছে না। এই তিনটি আধা স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের অন্তর্ভুক্ত। এগুলো পৃথক ব্যবস্থায় পরিচালিত হয়। এই তিন প্রাদেশিক পরিষদের বিষয়ে আগামী বছর সিদ্ধান্ত হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও