আপনিও কি চোখের সামনে এমন কালো দাগ দেখতে পান?
প্রথম আলো
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৩, ১৬:২২
চোখের সামনে কালো দাগ হঠাৎ মাছির মতো ঘুরে বেড়ায়। ভালো করে দেখতে গেলে সরে যায়। এসব দাগ আবার এক জায়গায় স্থির থাকে না। অনেক সময় আবার মাকড়সার জালের মতো দেখতে। চোখের এই সমস্যাকে বলা হয় ফ্লোটার।
ফ্লোটার কী
চোখের ভেতরটা তরলে পূর্ণ আর এই তরল আবার দুই ভাগে বিভক্ত। সামনের অংশ অপেক্ষাকৃত বেশি তরল ও পেছনের অংশটি অপেক্ষাকৃত বেশি ঘন বা জেলজাতীয়। পেছন দিকের বড় অংশটিকে বলা হয় ভিট্রিয়াস কেভিটি এবং এর অভ্যন্তরে জেলের মতো বস্তুটিকে বলা হয় ভিট্রিয়াস জেল। আমিষের তৈরি একধরনের সূক্ষ্ম জালের মতো অবকাঠামো হলো ভিট্রিয়াসের মূল ভিত্তি। তার মধ্যে ইলেকট্রোলাইট, অন্যান্য উপাদান ও তরল ধারণ করে।