কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


লায়নের মাইলফলকের দিনে বিধ্বস্ত পাকিস্তান

ন্যাথান লায়ন বল করতে আসার আগেই ম্যাচ থেকে প্রায় ছিটকে গেছে পাকিস্তান। তবে দারুণ এক মাইলফলকের হাতছানি থাকায় ঠিকই লাইমলাইটে ছিলেন অজি অফ স্পিনার। নিজের দিকে সব আলো কেড়ে নিতে ভুল করেননি তিনি। পাকিস্তানকে বিধ্বস্ত করার দিনে টেস্টে  স্পর্শ করেছেন ৫০০ উইকেট। 

পার্থে রোববার ৪৫০ রানের বিশাল লক্ষ্যে নামা পাকিস্তানের দ্বিতীয় ইনিংস স্রেফ ৮৯ রানে গুটিয়ে অস্ট্রেলিয়া ম্যাচ জিতেছে ৩৬০ রানের বিশাল ব্যবধানে।

প্রথম ইনিংসে দারুণ বল করে কাজটা এগিয়ে রেখেছিলেন লায়ন। ৫০০ উইকেটের ঠিকানা স্পর্শ করতে দরকার ছিলো স্রেফ এক উইকেট। তবে তার বোলিং পাওয়ার আগেই তছনছ হয়ে যাচ্ছিল পাকিস্তানের ব্যাটিং অর্ডার। 

অবশেষে পাকিস্তানের ৭ম উইকেট হিসেবে ফাহিম আশরাফকে এলবিডব্লিউ করে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছান লায়ন। খানিক পর আমির জামালকেও বোল্ড করে দেন তিনি। 

দ্বিতীয় ইনিংসে পান ১৮ রানে ২ উইকেট, এর আগে প্রথম ইনিংসে বিশ্বের অন্যতম সেরা অফ স্পিনার নিয়েছিলেন ৬৬ রানে ৩ উইকেট। পার্থের গতিময় বাউন্সি পিচে পেসারদের ঝলকের মাঝে তাই আলোটা ঠিকই নিজের উপর নিতে পেরেছেন ৩৬ পেরুনো বোলার। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন