অনলাইন কেনাকাটার জন্য গুগলের তিন সুবিধা

প্রথম আলো প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৩, ২১:১৫

ব্যস্ত জীবনে এখন চাহিদা বাড়ছে অনলাইনে কেনাকাটার। সহজে অনলাইন কেনাকাটা করতে এবার নতুন তিনটি সুবিধা জিমেইলে যুক্ত করেছে গুগল। প্রাথমিকভাবে শুধু যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা এসব সুবিধা পাবেন। সব সুবিধা জিমেইলের স্মার্টফোন অ্যাপ ও কম্পিউটার থেকে ব্যবহার করা যাবে। নতুন এ তিন সুবিধার ফলে পণ্য প্রাপ্তির তারিখ ফিল্টার করা যাবে, পণ্য কোথায় আছে (প্যাকেজ ট্র্যাকিং) তা জানা যাবে এবং মূল্য বা পণ্য ফেরত (রিফান্ড) নীতিমালা সহজে দেখে নেওয়া যাবে।


ডেলিভারি ফিল্টার


এ সুবিধার মাধ্যমে জিমেইলে একটি ফিল্টার তৈরি করা যাবে। ধরা যাক কোনো ব্যবহারকারী ২৪ ডিসেম্বরের মধ্যে পণ্য পেতে চান, তখন তিনি ‘গেট ইট বাই ডিসেম্বর ২৪’ নামে একটি ফিল্টার চালু করতে পারবেন। তখন এ ফিল্টারের মাধ্যমে অনলাইনে যেসব পণ্য দেখা হয়েছে, সেগুলোর কোনটি এই কাঙ্ক্ষিত তারিখের মধ্যে সরবরাহ করতে পারবে তা দেখাবে জিমেইল। এমনকি এ ফিল্টার ব্যবহার করে কাছের কোন দোকান থেকে কাঙ্ক্ষিত পণ্য সংগ্রহ করতে পারবেন, সেটিও দেখা যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও