নৌকার টিকেট পেয়েও যাদের ভোটে যাওয়া হল না

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৩, ২১:০৭

দ্বাদশ সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেলেও জোটগত হিসাব-নিকাশ এবং বাছাই ও আপিল উৎরাতে না পেরে প্রতিদ্বন্দ্বিতা থেকে ছিটকে পড়েছেন ৩৫ প্রার্থী।


সংসদের ৩০০ আসনের মধ্যে দুটি বাদ রেখে এবার ২৯৮ আসনে প্রার্থী মনোনয়ন দিয়েছিল আওয়ামী লীগ। তাদের মধ্যে পাঁচজন বাদ পড়েছেন নির্বাচন কমিশনের মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং আপিলে; আর বাকি ৩০ জন বাদ পড়েছেন জাতীয় পার্টি এবং ১৪ দলের সঙ্গে সমঝোতার কারণে।


এই ৩৫ জনের মনোনয়নপত্র প্রত্যাহার বা বাতিল হওয়ায় ২৬৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী থাকছে। ১৪ দলের শরিকরাও আওয়ামী লীগের প্রতীক গ্রহণ করায় মোট ২৬৯ আসনে থাকছে নৌকা প্রতীকের প্রার্থী।


ঋণখেলাপি হওয়ার কারণে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাইয়ের সময় মনোনয়নপত্র বাতিল হয় কক্সবাজার-১ আসনে ক্ষমতাসীন দলের প্রার্থী সালাহ উদ্দীন আহমদের। পরে নির্বাচন কমিশনে আপিল করেও প্রার্থিতা ফেরত পাননি তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও