![](https://media.priyo.com/img/500x/https://cdn.ajkerpatrica.net/contents/cache/images/720x0x1/uploads/media/2023/12/16/4b068031a79abdc3324d0197b1f8ee99-657d62eb5d5cc.jpg)
আব্রামের অভিনয় দেখে অশ্রুসিক্ত শাহরুখ
www.ajkerpatrika.com
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৩, ১৪:৫৮
কয়েক দিন আগেই একমাত্র মেয়ের হাতেখড়ি হয়েছে অভিনয়ে। নেটফ্লিক্সে মুক্তি পাওয়া জোয়া আখতার পরিচালিত ‘দ্য আর্চিস’ সিনেমায় সোহানার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে দর্শকমহলে। মেয়ের সাফল্যে গর্বিত বাবা শাহরুখ খানও। এবার ছোট ছেলে আব্রামও বাবার দেখানো পথেই হাঁটল।
বড় ভাই আরিয়ানের মতো ক্যামেরার পেছনে কাজ নয়, মঞ্চে দাঁড়িয়ে অভিনয় করে চমকে দিল নিজের পরিবারকেই। স্কুলের নাটকে তাঁর অভিনয়ে মুগ্ধ দর্শকও। ইনস্টাগ্রামে আব্রামের ভিডিওটি পোস্ট হওয়ার পর মুহূর্তের মধ্যে হয়ে যায় ভাইরাল।
- ট্যাগ:
- বিনোদন
- ওয়েব ফিল্ম
- আব্রাম খান