গাড়িতে উঠলেই বমি পায়? ৫ উপায়ে বমি ভাব দূর করুন

দেশ রূপান্তর প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৩, ১১:২১

অনেকেই আছেন যারা গাড়িতে চড়তে ভয় পান। কারণ গাড়িতে উঠলে বমি বমি ভাব হয়। যে কারণে ইচ্ছা থাকলেও অনেকেই কোথাও ঘুরতে যেতে সাহস করে উঠতে পারে না। ‘মোশন সিকনেস’-এর কারণে এমনটা হয়। বমি থামাতে অনেকেই নানা রকম ওষুধ খান। তবে কিছু উপায় মেনে চললে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা খুব সহজ। ।


১) গাড়িতে উঠলে বমি পাওয়ার পূর্ব অভিজ্ঞতা থাকলে যাত্রার আগে ভরপেট না খাওয়াই ভাল। হালকা খাবার খেয়ে গাড়ি কিংবা বাসে উঠুন। তবে একেবারে খালি পেটে নয়। প্রয়োজনে সঙ্গে বমির ওষুধও রাখতে পারেন।


২) শরীরে পানির অভাব দেখা দিলেই বমি হওয়ার আশঙ্কা বেশি থাকে। তাই বলে গাড়িতে উঠে বমি পেলে ভুল করেও পানি খেয়ে নেবেন না। এতে সমস্যা বাড়বে। কারও মদ্যপানের অভ্যাস থাকলে যাত্রাপথে মদ্যপান না করাই ভাল।


৩) গাড়িতে উঠে শরীরে অস্বস্তি অনুভব হলে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ুন। তাহলে আর সমস্যা হবে না। ঘুম না এলে কিছুক্ষণ শ্বাস ধরে রাখলে বমি ভাব কমে যেতে পারে। বমি পেলে ধীরে ধীরে গভীর শ্বাস নিন। চোখ বন্ধ করে রাখুন। কিছুক্ষণ এইভাবে থাকলে বমি বমি ভাব কেটে যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও