রেফারিকে ঘুষি মেরে আজীবন নিষিদ্ধ সেই ক্লাব সভাপতি

www.ajkerpatrika.com প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৩, ১০:২৯

রেফারিকে ঘুষি মারার পরই গ্রেপ্তার হয়েছিলেন আঙ্কারাগুচু ক্লাব সভাপতি ফারুক কোচা। এবার তাঁকে দেওয়া হয়েছে কঠিন শাস্তি। আজীবন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তাঁর ওপর। 


ফারুককে নিষিদ্ধ করার কথা গতকাল এক বিবৃবিতে জানিয়েছে তুরস্ক ফুটবল ফেডারেশন (টিএফএফ)। তাদের শৃঙ্খলা বোর্ড এমন (আজীবন নিষিদ্ধ) সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে আঙ্কারাগুচু ক্লাবকেও কঠিন শাস্তি দিয়েছে টিএফএফ। ক্লাবকে ৬৯ হাজার ডলার জরিমানা করা হয়েছে, বাংলাদেশি মুদ্রায় তা ৭৫ লাখ ৫০ হাজার টাকা। একই সঙ্গে তাদের পাঁচ ম্যাচ খেলতে হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। আঙ্কারাগুচু ক্লাবের অন্যান্য কর্মকর্তারাও নিষেধাজ্ঞা পেয়েছেন। তাদেরকে সতর্ক করার পাশাপাশি জরিমানাও করা হয়েছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও