আইনজীবীদের সতর্কতা সত্ত্বেও কপিরাইট লঙ্ঘন করেছে মেটা

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৩, ১৬:৪৭

এআই মডেল প্রশিক্ষণে ব্যবহৃত হাজার হাজার কপিরাইটভুক্ত বই ব্যবহারে আইনি বাধার কথা আগেই জানিয়ে ছিলেন টেক জায়ান্ট মেটার আইনজীবীরা, কিন্তু তাতে কর্ণপাত করেনি কোম্পানিটি।


গত গ্রীষ্মে কোম্পানিটির বিরুদ্ধে দায়ের করা কপিরাইট লঙ্ঘনের মামলায় সোমবার এই নতুন অভিযোগ যুক্ত করেছেন মামলাটির বাদী কৌতুক শিল্পী সারা সিলভারম্যান, পুলিৎজার জয়ী মিশেল শাবনসহ অন্যান্য প্রখ্যাত লেখক।


মামলাটির প্রাথমিক অভিযোগে বলা হয়েছে, অনুমতি না নিয়েই তাদের সৃষ্টিকর্ম ব্যবহার করে এআই ল্যাঙ্গুয়েজ মডেল এললামা বানিয়েছে ফেইসবুক ইনস্টাগ্রামের মালিক কোম্পানি মেটা।


ক্যালিফোর্নিয়ার একজন বিচারক নভেম্বরে সিলভারম্যানের মামলাটির অংশবিশেষ খারিজ করে দিলেও লেখকদের তাদের অভিযোগকে সংশোধনের সুযোগ দান করেন।


এই অভিযোগের বিষয়ে যোগাযোগ করলে তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেয়নি কোম্পানিটি, বলেছে রয়টার্স।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও