![](https://media.priyo.com/img/500x/https://media.assettype.com/bdnews24%2F2023-12%2Fd3785c88-d949-4cdd-b0a8-9a5600aeae26%2Fabir_chatarjee_141223_01.jpg?rect=0%2C0%2C1024%2C576&auto=format%2Ccompress&fmt=webp)
নতুন বছরে নতুন গোয়েন্দা হয়ে ফিরছেন আবীর
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৩, ১৬:৩৪
চলতি হালে সিনেমা মুক্তির আগে আসে সেই চলচ্চিত্রের একের পর এক গান। সেই চল মেনে কলকাতার অভিনেতা আবীর চট্টোপাধ্যায়ের নতুন সিনেমার গান প্রকাশ হয়েছে।
‘ফেলুদা’, ‘সত্যান্বেষী’, ‘ব্যোমকেশ’ আর গোয়েন্দা মনষ্ক অধ্যাপক ‘সোনাদা’র পর আবীরের নতুন সিনেমাও গোয়েন্দা গল্পের।
আনন্দবাজার জানিয়েছে, রহস্য রোমাঞ্চ গল্পের লেখক স্বপনকুমারের ‘বাদামী হায়নার কবলে’ গল্প অবলম্বনে তৈরি এক সিনেমা নিয়ে আসছেন এই অভিনেতা।