You have reached your daily news limit

Please log in to continue


২০২৩ সালে অ্যাপ স্টোরের জনপ্রিয় অ্যাপ ও গেমস কোনগুলো

২০২৩ সাল শেষ হতে চলল। আর কয়েক দিন পরই শুরু হবে নতুন বছর। আর তাই প্রতিবছরের মতো এবারও অ্যাপ স্টোরে থাকা জনপ্রিয় অ্যাপ ও গেমের তালিকা প্রকাশ করেছে অ্যাপল। বিনা মূল্যে এবং অর্থের বিনিময়ে ব্যবহারের উপযোগী উভয় ধরনের অ্যাপ ও গেমই স্থান পেয়েছে এ তালিকায়। অ্যাপ স্টোরে বছরজুড়ে জনপ্রিয়তার শীর্ষে থাকা অ্যাপ ও গেমের নামগুলো দেখে নেওয়া যাক।

বিনা মূল্যের সেরা অ্যাপ

১. হোয়াটসঅ্যাপ
২. ইনস্টাগ্রাম
৩. ইউটিউব
৪. জিও সিনেমা
৫. গুগল

অর্থের বিনিময়ে ব্যবহারের উপযোগী অ্যাপ

১. ডিএসএলআর ক্যামেরা
২. পিডিএফ স্ক্যানার ওয়ার্ড স্ক্যানার প্রো
৩. স্লো শাটার ক্যাম
৪. ফরেস্ট: ফোকাস ফর প্রোডাকটিভিটি
৫. ফ্লিপ ক্লোক প্লাস

বিনা মূল্যের সেরা গেম

১. ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া
২. লুডো কিং
৩. সাবওয়ে সারফার্স
৪. ক্যানডি ক্রাশ সাগা
৫. এইট বল পুল

অর্থের বিনিময়ে ব্যবহারের উপযোগী সেরা গেম

১. হিটম্যান স্নাইপার
২. মাইনক্রাফট
৩. আরএফএস-রিয়েল ফাইট সিমুলেটর
৪. মনোপলি
৫. গ্র্যান্ড থেফট অটো

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন