You have reached your daily news limit

Please log in to continue


ব্যাংকে গিয়েও বিমা করা যাবে

ব্যাংকে গিয়েও এখন বিমা পলিসি খোলা যাবে। পাশাপাশি বিমার বিভিন্ন সেবাও মিলবে ব্যাংকে। ব্যাংকগুলোকে ‘করপোরেট এজেন্ট’ হিসেবে বিমাপণ্য বিপণন ও বিক্রয় ব্যবসায় যুক্ত হওয়ার সুযোগ দিয়ে আজ প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এই পণ্যের নাম হবে ‘ব্যাংকাস্যুরেন্স’। এটি বিমাপণ্য, কিন্তু তা বিক্রি হবে ব্যাংকের শাখাগুলোর মাধ্যমে।

ব্যাংকাস্যুরেন্স মূলত ফরাসি শব্দ। ১৯৮০ সালের দিকে ফ্রান্স ও স্পেনে প্রথম এটি চালু হয়। ইউরোপের বেশির ভাগ দেশে ব্যাংকের মাধ্যমে জীবনবিমা পলিসি বিক্রি হয়। এশিয়ার দেশগুলোতেও জনপ্রিয়তা পাচ্ছে এটি। বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাও ব্যাংকাস্যুরেন্স চালু করে সফল হয়েছে। অথচ ৬১টি ব্যাংক ও ৮১টি বিমা কোম্পানি থাকা সত্ত্বেও বাংলাদেশ এ ক্ষেত্রে পিছিয়ে আছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন