ইউক্রেন যুদ্ধে ৩ লাখ ১৫ হাজার রুশ সেনা হতাহত
ইউক্রেন যুদ্ধে প্রায় ৩ লাখ ১৫ হাজার রুশ সেনা নিহত বা আহত হয়েছেন। এ সংখ্যা রাশিয়ার ইউক্রেন যুদ্ধপূর্ব বাহিনীর প্রায় ৯০ শতাংশ।
২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ক্ষয়ক্ষতি নিয়ে মার্কিন গোয়েন্দা মূল্যায়নে এ তথ্য উঠে এসেছে।
মূল্যায়নটি মার্কিন কংগ্রেসে দেওয়া হয়েছে। মূল্যায়নটির বরাত দিয়ে গতকাল মঙ্গলবার কংগ্রেসের একটি সূত্র এসব তথ্য জানিয়েছে।
সূত্র আরও জানায়, ইউক্রেন যুদ্ধ শুরুর আগে রুশ সামরিক বাহিনীর হাতে ৩ হাজার ৫০০ ট্যাংক ছিল। এর মধ্যে প্রায় ২ হাজার ২০০ ট্যাংক তারা ইউক্রেন যুদ্ধে হারিয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্র সফর করছেন। তিনি সংশয়ে থাকা মার্কিন কংগ্রেসকে বোঝানোর চেষ্টা করছেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে লড়তে কিয়েভের অর্থসহায়তা দরকার। যুক্তরাষ্ট্রের কাছ থেকে অব্যাহতভাবে অর্থসহায়তা পেলে কিয়েভ এই যুদ্ধ জয়ী হতে পারে।