কোন সঞ্চয়পত্র কিনতে কী কাগজপত্র লাগে
প্রথম আলো
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২৩, ১২:৫১
কাগুজে সঞ্চয়পত্রের দিন শেষ হয়ে গেছে প্রায় সাড়ে চার বছর আগেই। ২০১৯ সালের ১ জুলাই থেকে যে ‘জাতীয় সঞ্চয় স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম’ চালু হয়েছে, তার আওতায় বর্তমানে সঞ্চয়পত্র কিনতে হয়।
ব্যাংকে স্থায়ী আমানতসহ (এফডিআর) সব ধরনের আমানতের ওপর সুদের হার এখন আগের তুলনায় বেড়েছে। আবার সংকটে পড়ে অনেকে সঞ্চয়পত্র ভাঙিয়ে সংসার চালাচ্ছেন। তা সত্ত্বেও সঞ্চয়পত্রের প্রতি মানুষের আগ্রহের কমতি নেই। কারণ, যেকোনো বিবেচনায় এখনো নিরাপদ বিনিয়োগের অপর নাম সঞ্চয়পত্র।
পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র, তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র ও পেনশনার সঞ্চয়পত্র—বর্তমানে এ চার ধরনের সঞ্চয়পত্র চালু রয়েছে।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- সঞ্চয়পত্র
- কাগজ