‘শুধু দেশে নয়, দেশের বাইরেও বাংলাদেশি সিনেমার বাজার আছে’

প্রথম আলো প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২৩, ১২:১৮

এক সপ্তাহের বেশি সময় ধরে চলতে থাকা জল্পনাকল্পনার ইতি ঘটল। ঢালিউড সুপারস্টার শাকিব খানকে দেখা যাবে ‘তুফান’ নামে নতুন একটি সিনেমায়। গতকাল সোমবার সন্ধ্যায় ঢাকার এক পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনে এ সিনেমার ঘোষণা দেওয়া হয়। বাংলা সিনেমার সবচেয়ে প্রভাবশালী এই তারকার ছবিটি প্রেক্ষাগৃহে আসবে আগামী বছরের কোরবানি ঈদে। বড় বাজেটের এ সিনেমায় থাকছে বাংলাদেশ ও ভারতের বড় তিনটি প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই, চরকি ও এসভিএফ। নির্মাতা হিসেবে আছেন হালের আলোচিত পরিচালক রায়হান রাফী।


সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান বলছে, বড় সিনেমা, বড় প্রযোজক, বড় পরিচালক, বড় নায়ক—সব মিলিয়ে বড় পর্দায় ঝড় তুলতেই আসছে ‘তুফান’। এবার রায়হান রাফীর পরিচালনায় বড় পর্দায় আসছেন ঢাকাই সিনেমার বড় তারকা শাকিব খান। চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, তিন প্রযোজনা প্রতিষ্ঠানের সম্মিলিত প্রয়াসে বাংলা চলচ্চিত্রে যেন এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও