You have reached your daily news limit

Please log in to continue


ভিমরুলেরা ভালো নেই

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর হার-জিত কবিতায় লিখেছেন, ‘ভিমরুলে মৌমাছিতে হল রেষারেষি, দুজনায় মহাতর্ক শক্তি কার বেশি। ভিমরুল কহে, আছে সহস্র প্রমাণ তোমার দংশন নহে আমার সমান।’ ভিমরুলের যতই শক্তি থাকুক না কেন মানুষের কারণে ভালো নেই ভিমরুলেরা। ফসল রক্ষার জন্য বর্তমানে ক্ষতিকর রাসায়নিক কীটনাশকের বদলে জৈব কীটনাশক ব্যবহার করা হয়। আর জৈব কীটনাশকের কারণে বিপদে পড়েছে ভিমরুলেরা।

বোলতা হাইমেনোপ্টেরা বর্গের পোকা। সবচেয়ে বড় প্রজাতির বোলতাকে ভিমরুল নামেও ডাকা হয়। সাধারণত অ্যাকুলেট পরিবারের ভেসপিডে জাতীয় সব পোকাকেই বোলতা বলা হয়ে থাকে। জৈব কীটনাশকের কারণে এসব প্রাণীর বংশই নির্বংশ হওয়ার ঝুঁকিতে পড়েছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। এমনতেই বিভিন্ন ভাইরাস-ব্যাকটেরিয়ার কারণে এসব ক্ষুদ্র পতঙ্গ বিপদে থাকে, সেখানে জৈব কীটনাশক নতুন সংকট তৈরি করছে। জৈব কীটনাশকের কারণে বোলতাসহ বিভিন্ন কীটপতঙ্গে ছত্রাক সংক্রমিত হয়। বিজ্ঞানীরা জানিয়েছেন, মিসকোসাইটারাস মেটাথোরাসিকাস প্রজাতির বোলতায় বিউভেরিয়া ব্যাসিয়ানা ছত্রাক সংক্রমণ হয়ে থাকে। অসুস্থ বোলতার সঙ্গে সুস্থ বোলতার সংযোগ ঘটলেই সুস্থ বোলতাও অসুস্থ হয়ে পড়ে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন